জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক নিয়ে তাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। তিনি সোমবার (২৪ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন।
এর আগে, সেনাবাহিনী নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টের প্রতি দ্বিমত জানিয়ে রোববার (২৩ মার্চ) সারজিস আলম নিজেও ফেসবুকে আরেকটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, “যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এটি আমার মতে সঠিক প্রক্রিয়া নয় এবং এতে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা স্টেকহোল্ডারের সাথে আস্থা সংকটে পড়তে পারে।
সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকরা তার পোস্ট নিয়ে প্রশ্ন করলে সারজিস বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোনো নামে আওয়ামী লীগকে ফেরত আনার গল্প যেন কেউ না বলে। সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। আমরা যা তুলে ধরেছি তা হলো, সেনাবাহিনীসহ কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নিয়ে কোনো নতুন ভার্সন মানুষের সামনে আনা উচিত নয়।
সারজিস আলম আরও বলেন, “দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ না হয়ে, সোনাবাহিনী দেশের প্রতি তাদের দায়িত্ব পালন করবে।
দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুজব একটি মহামারি, সরকারের উচিত গুজব বিরোধী সেল গঠন করা। এদিন দুপুর ও বিকেলে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় পথসভা করার পরিকল্পনা রয়েছে সারজিস আলমের।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। আপনিও কি তা-ই মনে করেন?