ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (২২ মার্চ) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ এখনও দায় স্বীকার বা দুঃখ প্রকাশ করেনি। তাদের পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাঁড়ালে বাংলাদেশের জনগণও তার বিপক্ষে দাঁড়াবে।
শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয়নি। মুজিববাদী আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না।
এনসিপির সদস্য সচিব বলেন, অন্তর্বর্তী সরকার এখনও আওয়ামী লীগের বিচারের কার্যক্রম শুরু করতে পারেনি। দ্রুত এই কার্যক্রম শুরু করতে হবে। রাজনৈতিকভাবে জুলাই সনদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা থাকতে হবে।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে ছাত্র-জনতা রাজপথে নেমে নিবন্ধন বাতিল করিয়ে ছাড়বে।
সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের নিবন্ধন বাতিল করতে হবে।
সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না। যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন।

‘ছাত্র-জনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে না দেওয়ার সিদ্ধান্ত’ আপনি কি সমর্থন করেন?