নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ তানসেন আবেদীন
গভীর রাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের বাসায় ডিবি পুলিশের হানা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।
শনিবার (১৫ মার্চ) এক যৌথ বিবৃতিতে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক সৃজয় সাহা গভীর রাতে (১৪ মার্চ) ছাত্র ফেডারেশন সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের বাসায় ডিবি পুলিশের অভিযানের তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সারাদেশে ধর্ষণ, নারী নিপীড়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনমনে আতঙ্ক ও অনাস্থা সৃষ্টি হয়েছে। একের পর এক ধর্ষণের ঘটনা সারাদেশের মানুষকে উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এই পরিস্থিতিতে ছাত্র-জনতা ধর্ষকদের বিচারের দাবিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনে নেমেছেন। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে তারা রাজপথে রয়েছেন।”
নেতৃবৃন্দ আরও বলেন, “গত ১১ মার্চ প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশ কোনো ধরনের উসকানি ছাড়াই হামলা চালায় এবং আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দায়ের করে। এমনকি ওই কর্মসূচিতে উপস্থিত না থেকেও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক ও সাংবাদিক হাসান শিকদারকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।”
তারা বলেন,”এরপর গতকাল (১৪ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১২টায় এডিসি নূরে আলমের নেতৃত্বে ১০-১২ জনের একটি টিম গভীর রাতে মশিউর রহমান খান রিচার্ডের বাসায় অভিযান চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ছাত্র নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।”
সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়,”ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক কর্মীদের বাসায় রাতের বেলা হানা দেওয়া, গুম-খুন করা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো। মিথ্যা মামলায় হয়রানিও স্বৈরাচারী সরকারের নিয়মিত কাজে পরিণত হয়েছিল। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে জনগণের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।”
তারা আরও বলেন,”ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণের আকাঙ্ক্ষা ছিলো— রাষ্ট্র প্রত্যেক নাগরিকের মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করবে। যদি কোনো মামলায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তবে তা দিনের বেলায় এবং ছাত্র নেতাদের মর্যাদা নিশ্চিত করেই করতে হবে। তারা কেউই পলাতক নন, সুতরাং গভীর রাতে গ্রেপ্তারের নামে হয়রানি বন্ধ করতে হবে।”
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা অবিলম্বে ছাত্র নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?