বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের পুনর্বাসন প্রচেষ্টার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে একটি নতুন পরিকল্পনা গোপনে এগিয়ে নেওয়া হচ্ছে, যা আসন্ন নির্বাচনে দলটিকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে তিনি এই ধরনের উদ্যোগকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে স্পষ্ট ভাষায় জানান, আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগেই তাদের পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। তিনি বলেন, “এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘টেবলেট’ নিয়ে শিগগিরই হাজির হবে। যারা এই পরিকল্পনা করছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ‘ইফস’ এবং ‘বাটস’ নেই। বিচারের পূর্বে আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সুতরাং ‘রিফাইন্ড’ আওয়ামী লীগের টেবলেট নিয়ে হাজির হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়। ফুলস্টপ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নানা বিতর্কিত কর্মকাণ্ডের পর দলটি পুনরায় রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পথ খুঁজছে। কিছু মহল থেকে দলটির ইমেজ পুনর্গঠনের প্রচেষ্টা দেখা যাচ্ছে, যা নতুন নামে নতুন চেহারায় হাজির হতে পারে। তবে বিরোধী রাজনীতিকরা এটিকে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং বলছেন, অপরাধ ও দুর্নীতির দায় মুক্তি পাওয়ার আগেই আওয়ামী লীগের পুনর্বাসন হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?