খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর অভিযোগ এনেছে। ছাত্রদল নেতারা জানিয়েছেন, কুয়েটে তাদের কোনো কমিটি নেই এবং এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গেমস রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
ছাত্রদল নেতারা দাবি করেছেন, কুয়েটে সদস্য ফরম বিতরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এই অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে ছাত্রদল সমর্থকদের ওপর অতর্কিত হামলা হয়। মিছিলের আহ্বায়ক ওমর ফারুক এই হামলার নেতৃত্ব দেন।
তারা বলেন, হামলার শিকার শিক্ষার্থীরা কুয়েটের সম্মান কোর্সের নিয়মিত ছাত্র এবং তারা ছাত্রদলের নিবন্ধিত সদস্য নন। তাই তাদের কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, কুয়েটে রাজনৈতিক কর্মকাণ্ড প্রশাসনিকভাবে নিষিদ্ধ থাকলেও কিছু সংগঠন বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসন এসব বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি, বরং ছাত্রদলকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
তারা আরও বলেন, কুয়েটের এই সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ছাত্রদল। পাশাপাশি তারা এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?