সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
জাতীয়তাবাদী তাঁতী দল, বিএনপির অন্যতম সহযোগী সংগঠন, ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারী) জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদল এক বর্ণাঢ্য র্যালী আয়োজন করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল থেকে উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠন এর নেতা কর্মীরা জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
উপজেলা তাঁতীদলের সদস্যসচিব নাজমুল সাদাত বাবুর সঞ্চালনায় ও উপজেলা তাঁতীদলের আহবায়ক রিপন মিয়ার সভাপত্তিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মায়া , উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল রাজি রাজিব, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য আব্দুল হাদি , উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম প্রমুখ।
এসময় বিএনপিসহ সকল অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে জাতীয় র্নিবাচন দেওয়ার দাবি জানায় । তারেক রহমান এর নির্দেশে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
আলোচনা সভা শেষ করে উপজেলা ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ থেকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক বিশাল বণাঢ্য র্যালী প্রর্দশন করে।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবদল, তাঁতীদল, ছাত্রদল এর নেতা কর্মীরা।

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?