হাফিজুর রহমান জেলা প্রতিনিধি সাতক্ষীরা :
নবগঠিত সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেছেন, ‘জনগণের নাগরিক ও ভোটের অধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন করে আসছে। এটা কিন্তু ৫ আগস্টের আন্দোলন না। আর এই আন্দোলন করতে গিয়ে ২০১৩ সাল থেকে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৩৫ জনকে হত্যা করা হয়েছে।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এখন সাতক্ষীরা জেলা বিএনপিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। এর জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সফলতা পাওয়া যাবে।
জেলা বিএনপির আহ্বায়ক বলেন, ‘কোনো দলীয় কোন্দল নয়। ভুল বোঝাবুঝি নিরসন করে জেলা বিএনপিকে নতুন করে সাজানো হবে। ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত গঠনতান্ত্রিক নিয়মে কমিটি গঠন করা হবে। কমিটি গঠন নিয়ে জেলা বিএনপি কোনো স্বজনপ্রীতি করবে না।
তিনি বলেন, ‘আহ্বায়ক কমিটির সদস্যদের আসনভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। তারা সঠিকভাবে কাজ করছেন। আগামীতে জেলা বিএনপি হবে সুসংগঠিত একটি দল।’
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, আক্তারুল ইসলাম, আবু হাসান হাদী, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শহীদুল আলম, কাজী আলাউদ্দীন প্রমুখ।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। আপনিও কি তা-ই মনে করেন?