ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, এই প্রতিশ্রতিতে জনগণ বিশ্বাস করে না। অতীতে বহু দল ক্ষমতায় গেছে, কিন্তু কেউই প্রকৃত সংস্কারের দিকে গুরুত্ব দেয়নি।
তিনি বলেন, অন্তর্র্বর্তীকালীন সরকার এমন একটি ভিত্তি তৈরি করবে, যার ওপর দাঁড়িয়ে পরবর্তী নির্বাচিত সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রয়োজনীয় সংস্কার করবে।
মাওলানা আহমদ আবদুল কাইয়ুম আরও বলেন, আমরা অভ‚তপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখলাম, সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য বিভক্ত হয়ে গেছে। ফ্যাসিবাদের জায়গাগুলো অন্য একটি দল দখল করে নিয়েছে।
ফ্যাসিস্ট পালিয়েছে, ফ্যাসিবাদ এখনও বহার তবিয়তে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সনমান্দী ইউনিয়ন শাখার উদ্যোগে প্রেমেরবাজার সংলগ্ন মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
সংগঠনের সনমান্দী ইউনিয়ন সভাপতি মুহা. খোকন হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, বিশেষ বক্তা জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির।
বক্তব্য রাখেন, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহা. ফারুক আহমাদ মুন্সী, হাজী নুরুল আমিন খান, মাওলানা আবুল কালাম আজাদী, হাফেজ সাইফুল ইসলাম, মুফতি জসিম উদ্দিন, মুহা. সোহেল সরকার, মুহা. খলিলুর রহমান, শাহ মুহা. আব্দুল
আজিজ।
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দীর্ঘ ৫৩ বছর পর ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী ইসলামের সৌন্দর্য জনগণের সামনে তুলে ধরার সুযোগ এসেছে। জনগণও পূর্বের রাজনীতিতে ফিরে যেতে চায় না।
দেশে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হোক সেটা জনগণ চায় না। জনগণ অতীতের খুন-হত্যা ও দুর্নীতির বিচার চায়। খুনিদের কোনভাবেই যেন পুনর্বাসনের সুযোগ না দেয়া হয় এবং পতিত সরকারের দোসররা যেন ফিরে আসতে না পারে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?