দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে যুব লীগের ৪ নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার(৯ ফেব্রুয়ারী) মধ্য রাতে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে মেরুং রেংকাইজ্জা এলাকায় অভিযান পরিচালনা করে যুব লীগের ৪ নেতাকর্মী’কে গ্রেপ্তার করে মেরুং পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তফাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃত’রা হলেন দীঘিনালা উপজেলা মেরুং ৯ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি ও রেংকাইজ্জা এলাকার মোঃ রাশেদের ছেলে মোঃ হাসেম (২৭), যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ ফজলুল হকের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩২), যুবলীগের সহ দপ্তর সম্পাদক ও তুতা মিয়ার ছেলে মোঃ আলী আকবর (৪৭), যুবলীগের সদস্য ও মোঃ ফজলুল হকের ছেলে মোঃ আনোয়ারুল হক (২৮)
গ্রেফতার এর বিষয়’টি নিশ্চিত করেছেন, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। এসময় তিনি বলেন, গতকাল মধ্যরাতে ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে দীঘিনালায় যুবলীগের লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
করা হয়। আজ তাদের বিজ্ঞ আদালতে তুলা হবে।
এদিকে দীঘিনালা থানায় গত সোমবার ( ৩ ফেব্রুয়ারী) একটি মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এছাড়াও থানার সূত্রে জানা যায়, গত ৬ মাসে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?