বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,আওয়ামী লীগের মধ্যে নূন্যতম সরি ফিলিংস নেই।
তার ব্যাক্তিগত ফেসবুক পেজে তিনি বলেন,ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, ব্যাংক কেলেঙ্কারি—সবই প্রমাণ করে যে কিছু মানুষ লোভের সাগরে ডুবে গেছে। সাধারণ মানুষ দিন কাটাচ্ছে কষ্টে, অথচ এক শ্রেণি সম্পদের পাহাড় গড়ছে।
এসময় তিনি আওয়ামীলীগদের পিয়ন থেকে শুরু করে সবাই টাকার পাহাড় গড়েছে ,তাই বলেন। পুলিশরা একেকজন টাকার অট্টালিকা গড়েছে।
আওয়ামীলীগরা দুর্নীতির মাত্রা এমন জায়গায় নিয়ে গেছেন যে এখন আর কেউ ছোটখাটো নয়, সবাই যেন বিশাল চোর। একসময় লুটপাট সীমিত ছিল, মানুষ পুকুর চুরি করত, কিন্তু আওয়ামীলীগরা সাগর চুরি করছে! ন্যায়বিচারের অভাব ও দুর্বল প্রশাসন এ দুর্নীতিকে উৎসাহিত করছে।
এ ‘সাগরচোর’রা সমাজের ভিত্তি ধ্বংস করেছে । সময় এসেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর!
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?