পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে আমাদের ওপর যে মহান দায়িত্ব অর্পণ করেছে, তা আমানতদারিতার সঙ্গে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহর দয়া ও জনগণের ভালোবাসা নিয়েই আমরা আমাদের পথ চলব।
শনিবার (৮ ফেব্রুয়ারি) কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মাসুদ সাঈদী বলেন, ‘আমাদের সম্মানিত পিতা যেভাবে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের সেবা করে গেছেন, আমরাও তেমনি জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই।
পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে আমাদের ওপর যে মহান দায়িত্ব অর্পণ করেছে, তা আমানতদারিতার সঙ্গে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ও জনগণের ভালোবাসা নিয়েই আমরা আমাদের পথ চলব।
শনিবার (৮ ফেব্রুয়ারি) কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মাসুদ সাঈদী বলেন, ‘আমাদের সম্মানিত পিতা যেভাবে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের সেবা করে গেছেন, আমরাও তেমনি জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই।
তিনি বলেন, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর বৈষম্যহীন সুখী-সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গড়ার চেতনায় আমরা তরুণদের সঙ্গে নিয়ে কাজ করব। স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্য তরুণ নেতৃত্ব গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।
মাসুদ সাঈদী আরো বলেন, ‘এই পিরোজপুরে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা, ব্রিজ, কালভার্টসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড যা কিছু দৃশ্যমান তার নব্বই ভাগই আমার পিতা আল্লামা সাঈদীর হাতে গড়া। তার পরে এই আসনে অনেকেই সংসদ সদস্য ছিলেন। কিন্তু এই এলাকার মানুষ সাক্ষী, এলাকার উন্নয়নে তারা তেমন কোনো কাজই করেননি। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছাতেই পারেননি।
আমরা এই জায়গাটিতে পরিবর্তন আনতে চাই। আল্লাহ তায়ালার দয়ায় আমরা দুই ভাই নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের কথা শোনার জন্য প্রস্তুত থাকব, সুখে-দুঃখে সব সময় তাদের পাশেই থাকব, এলাকার সার্বিক উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জেলার ভাণ্ডারিয়ায় ইসলামী ফাউন্ডেশন অডিটরিয়ামে এক মতবিনিময়সভায় পিরোজপুর জেলার ৩টি আসনের নিজ দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
এতে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর-ইন্দুরকানী-নাজিরপুর) দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজো ছেলে মাসুদ সাঈদীকে, পিরোজপুর-২ আসনে (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আল্লামা সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদীকে এবং মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-৩ আসনে সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে প্রার্থী ঘোষণা করা হয়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?