রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে পরিবর্তনের ডাক উঠেছে। আন্দোলনকারীরা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নামছে। গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ের প্রশ্নে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, শহরজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
আ.লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই। এখনো হুমকি-ধামকি অব্যাহত আছে। শনিবার (৮ফেব্রুয়ারি) তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এক পোস্টে তিনি বলেন,এই পুলিশ প্রশাসন দিয়ে কিভাবে দেশের সংস্কার হবে!
পুলিশ ও প্রশাসনের ৯০ ভাগ আওয়ামীলীগ। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে । কী করা যায় সেগুলো নিয়ে প্ল্যান করে।
তিনি বলেন, ৫ আগস্টের পরে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে হুমকি ধামকির স্বাধীনতা উপভোগ করছে।
তিনি আরও বলেন, পরবর্তী বাংলাদেশটা আমাদের। আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?