বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন আর সরকারের সমালোচনা করলে গুম হওয়ার ভয় নেই, জনগণ মুক্তভাবে মতপ্রকাশ করতে পারছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান’ নিয়ে আয়োজিত ‘দ্রোহের গ্রাফিতি’ শীর্ষক প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে গণতন্ত্রের বিকাশের যে পরিবেশ তৈরি হয়েছে, সেটি কিছু দেশ মেনে নিতে পারছে না। বিশেষ করে ভারত এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে নিচ্ছে না। তাদের গণমাধ্যমগুলো শেখ হাসিনার পক্ষে যেভাবে প্রচারণা চালাচ্ছে, তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ভাষা হতে পারে না। তিনি বলেন, “বাংলাদেশ এখন নতুন এক রাজনৈতিক বাস্তবতার মধ্যে প্রবেশ করেছে, যেখানে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়েছে।”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে প্রতিবিপ্লবী শক্তি সবসময় সক্রিয় থাকে। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে সেই চক্রান্ত বাস্তবায়িত হবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।
রিজভী আরও বলেন, “শেখ হাসিনার দুঃশাসনের সময় যারা কথা বলতে ভয় পেত, তারাও এখন সরব হয়েছে। এটাই গণঅভ্যুত্থানের সফলতা।” তবে তিনি সতর্ক করে বলেন, গণতান্ত্রিক এই অগ্রযাত্রা রক্ষা করা সবার দায়িত্ব এবং বিএনপি এই পথে জনগণের পাশে থাকবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?