বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠেয় ইসলামি তাফসির মাহফিলকে কেন্দ্র করে জামায়াত চাঁদাবাজির কার্যক্রম চালাচ্ছে।
হারুনুর রশিদ বলেন, “আমার গ্রামের বাড়ির এলাকায় আগামী ২২ ফেব্রুয়ারি তাফসির করতে আসবেন মাওলানা মিজানুর রহমান আজাহারী।
দেশে তার অনেক ভক্ত রয়েছে এবং তিনি একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ। কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করে মাসব্যাপী চাঁদাবাজি করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, “তাফসির মাহফিলের নামে ব্যাংক, শিল্প-কারখানা এমনকি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে অর্থ আদায় করা হচ্ছে। এতে জামায়াতে ইসলামী সরাসরি জড়িত।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?