অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার বিমান বন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় সালাহউদ্দিন আহমেদ বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, উস্কানিমূলক যেকোন পদক্ষেপে আপনারা অংশ গ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গনতন্ত্রের পথে, গণতান্ত্রিতক প্রক্রিয়া উত্তরনে জন্য আমাদের বাধা আসতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এবং এই ফাঁকে যাতে কথিত ফ্যাসিবাদের দোসররা দেশে এবং বিদেশে কোন রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখুন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিকেলে সালাহউদ্দিন আহমদ ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান।
সরকারের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় এবং এ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ-বিদেশে বসে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায়, সেই দিকে লক্ষ রাখুন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?