ধানমণ্ডি ৩২ ভাঙার সঙ্গে জড়িতদের জনসম্মুখে জবাই করার হুমকি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিব।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। তার এমন হুমকির পর ব্যাপক প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা।
গালিব তার পোস্টে লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালার কসম, ধানমণ্ডি ৩২ এ যারা আঘাত হেনেছে এবং বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও জাতীয় চার নেতার স্মৃতিফলক যারা ভাঙ্গার স্পর্ধা দেখাচ্ছিস তাদের প্রত্যেককে চিহ্নিত করে জনসম্মুখে জবাই করা হবে।
এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনেরে নিয়ে যাব সেই দিনের কাছে।’
তিনি আরো লিখেছেন, ‘সবাই নিজের মনকে প্রশ্ন করুন, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
তার এই পোস্ট করার পরপরই শিক্ষার্থীরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। এস এম সালমান সাব্বির নামে এক শিক্ষার্থী লিখেছেন, ‘মুজিবকে যারা হত্যা করেছে তারা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো।
শরীফ মো. সাদাত নামে একজন লিখেছেন, ‘ফ্যাসিবাদী বয়ান আর জবাই করার হুমকিতে কাজ হবে নাহ! ছাত্রসমাজ জেগেছে!’
সাইফুল্লাহ সাইফ নামে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী লিখেছেন, ‘তুই জবাই করতে আসবি আর অন্যরা তোরে আদর করবে? পাঠা কোথাকার? শত আকাম করেও কোনো অনুশোচনা নাই। এর মধ্যে আবার হুমকি! তুই তোর বাপের পোলা হইলে কোথায় আছিস বল, পোলাপান যাবে। তুই তাদের জবাই করিস। শুধু বল কোথায় আছিস।
এম এইচ মেহরাব নামে আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘তোর মতো নেড়ি কুত্তার হুমকি মানায় না। ক্যাম্পাস থেকে কিভাবে পালায় গেছিস দেখেছি।’
এ বিষয়ে জানতে আসাদুল্লা-হিল-গালিবকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
জানা যায়, আসাদুল্লা-হিল গালিব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গত ১৬ জুলাই কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যান তিনি।
তারপর আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?