পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ র্যালি অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশন সামনে থেকে শুরু হওয়া র্যালিটি পিরোজপুর সিও অফিস চত্বর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাপড়িয়া পট্টি জেলা কার্যালয়ের সামনে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মেহেদী হাসান, সেক্রেটারি মো. ইমরান খান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাবেক জেলা সভাপতি আল-আমিন শেখসহ বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মী-সমর্থকরা।
পথসভায় নেতারা বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠাকাল থেকেই ইসলামী আদর্শের আলোকে কাজ করে যাচ্ছে। তারা দাবি করেন, শিবিরকে দমন করতে চাইলেও সংগঠনটি থেমে থাকেনি। আরো বেশি শক্তি নিয়ে ফিরে এসেছে। এসময় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে গণহত্যার বিচার চান।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?