পিরোজপুর জেলা প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯.০০ ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময়সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন : পিরোজপুর -১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী ) আসনে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদী , পিরোজপুর -২ (নেছারাবাদ, কাউখালি ও ভান্ডারিয়া ) আসনে আল্লামা সাইদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাইদী ও পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনে মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ মোহাম্মদ আব্দুল জলীল। উল্লেখ্য, পিরোজপুর ০১ আসনে মাসুদ সাইদীর প্রার্থীতা আগেই ঘোষণা করা হয়েছিল।
মতবিনিময়সভায় জামায়াতের বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা শেখ আব্দুর রাজ্জাক ও মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাবিবুর রহমান সহ দলটির জেলা, উপজেলা ও পৌরসভার নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ ও সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল হক।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?