মো. মিরাজ হোসাইন, ভোলা:
ভোলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে র্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সেক্রেটারি মো. হাসনাইন আহমেদ এর সঞ্চালনায় আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ৩ হাজার শিবিরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ্ আল আমিন বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার ইসলামী ছাত্রশিবির কে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এই দেশকে মেধাশূন্য ও জাতির মেরুদন্ড ভেঙ্গে দিতে চেয়েছিল কিন্তু তারা তা পারেনি কারণ ছাত্রশিবির আল্লাহর পক্ষ থেকে এক অশেষ রহমতের নাম,
ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, যেখানে সততা মেধা মূল্যবোধের চর্চা ও বিভিন্ন যৌক্তিক আন্দোলনে ভূমিকা রাখার মাধ্যমে এদেশের মানুষের নিকট আস্থার সংগঠনে রূপান্তিত হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, ২৩৪ জন শহীদ ও জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে আজকের এই শিবির , শত জুলুম নির্যাতন করেও শিবিরকে অতীতেও দমানো যায়নি, ভবিষ্যতেও দমানো যাবে না ইনশাআল্লাহ। এদেশে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে ইসলামী ছাত্র শিবির তা রুঁখে দিবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?