চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় ধাওয়া করে তানিম হাসান তারেককে (৩৬) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরের কবরী রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার তারেক চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর এলাকার মাঝের পাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে।
এ গ্রেফতারের ঘটনা সম্পর্কে পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাথে একত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। সেসময় তারা জেলা শহরের কোর্টমোড়ে বাংলা মেডিকেলের সামনে শান্তিপূর্ণ কর্মসূচী পালনকালে আসামি তারেকসহ অন্যান্য আসামিরা নাশকতা চালিয়ে উচ্ছেদ করার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র রাম দা, হাত কুড়াল, হকিস্টিক ও ককটেল নিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়।
সেসময় তারেকসহ অন্যান্য আসামিরা ছাত্র-ছাত্রীদের প্রাণনাশের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় ছাত্র-ছাত্রীরা গুরুতর জখম অবস্থায় আহত ছাত্র-ছাত্রীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়।
এদিকে, গত ৫ আগস্টের পর তারেক আত্মগোপনে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে গত ১৯ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় তারেকসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়েরের ঘটনায় তারেককে গ্রেফতার দেখানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, স্থানীয়রা আসামি তারেককে আটক করার পর পুলিশে খবর দিলে-পরে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার নামে আরও কি কি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?