অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ধানমন্ডি ৩২ সহ সারাদেশে আওয়ামীলীগের স্থাপনা ভাঙচুরের বিষয়ে নিয়ে ফেসবুক পোস্ট করছেন।
বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে তাঁর নিজের ফেসবুক পোস্টে হাসিনার বিষয় নিয়ে পোস্ট করেন।
আসিফ মাহমুদ লেখেন, খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী বক্তব্য যেই গণ ক্ষোভের জন্ম দিয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে ৩২ নাম্বারে।
ক্রীড়া উপদেষ্টা আরও লেখেন, সরকার কি করবে? খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাইয়ের সেই ছাত্র-জনতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে? ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?