বিশিষ্ট রাজনৈতিক আলোচক ও কলামিস্ট ফাহাম আব্দুস সালাম স্ট্যাটাস দিয়েছিলেন ৩২ নং এর সাথে টূঙ্গিপাড়া ও গুঁড়িয়ে দিতে হবে,তারপর থেকে নানান হুমকি ধামকি মোকাবিলা করছেন ।
এই বিষয় নিয়ে নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট করেছেন ,সেটি আমাদের দৈনিক সকালের সম্মানীত পাঠকদের জন্য নিচে তুলে ধরলাম-
গতকাল অনেক আওয়ামী আমাকে থ্রেট দিলো। বললো – তুই একবার দেশে আয়। একবার ট্রাই কর। ইত্যাদি। ওনেক গালি দিলো, ওনেক থ্রেট দিলো।
পারলে কর টাইপ কথা। মনে হোলো যে ৩২ নম্বর ও টুঙ্গিপাড়ার সাথে ওদের ঘন প্রেম। অসম্মানজনক ভাবে নাম নিলেও আমাকে মেরে ফেলবে।
আমি ঘাবড়ে গেলাম। তখনো বাজে সন্ধ্যা ৬টা/৭টা।
পরে খেয়াল করলাম যে ১টি আওয়ামীও ফিজিকালি আসলো না।। ৩২ রক্ষায় এলো না। জা***র বুকপকেটে লুকিয়ে থাকলো।
ব্যাপারটা দুঃখজনক। আমার মনে হয় এতে শেখ মুজিবের বিদেহী ও শেখ হাসিনার দেহী আত্মার প্রতি অসম্মান করা হোলো।
৫ই ফেব্রুয়ারিতে হওয়ায় আপনি বলতে পারেন যে শাহবাগের প্রতিও অসম্মান জানানো হোলো। কেন যেন মনে হচ্ছে – আপনারা আগে মিথ্যা বলতেন। মীন করতেন না।
অবশ্য কিছুই করে নি বললে ভুল হবে। তারা নিষ্ঠার সাথে একাট্টা হয়ে ফেইসবুকের কাছে নালিশ দিয়ে আমার স্টেটাস খেয়ে ফেলেছে।
ক্লাস এইটে থাকতে আমরা এভাবে প্রিন্সিপালের কাছে নালিশ দিতাম। স্যার! ও না – আমাদের মারে। ক্লাসে বসে স্যারদের গালি দেয়।
(যারা মনে করেন যে আওয়ামীরা ফিরে আসবে – তাদের ভাবনা যে অমূলক – সেটা আশা করি আরেকবার বুঝলেন) –
ফাহাম আব্দুস সালাম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?