নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংবাদিক ইসমাইল হোসেন সিরাজীকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলা সদরের পশ্চিমবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৬ জানুয়ারি উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা বাজারের মো. আলাউদ্দিন হাওলাদারের ছেলে মো. আব্দুল হাকিম হাওলাদার বাদী হয়ে কলমাকান্দা থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫-৩০ জনকে আসামী করা হয়।
সাংবাদিক ইসমাইল হোসেন ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকের কলমাকান্দা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি বিকালে লেংগুরা বাজারের সামছুল ফার্নিচারের সামনের সড়কে রাষ্ট্রবিরোধী স্লোগানসহ নৈরাজ্যেতা সৃষ্টি করার লক্ষে বিস্ফোরক উপকরণসহ দেশীয় অস্ত্র নিয়ে নেতা কর্মীরা মিছিল করে। এক পর্যায়ে বিস্ফোরক জাতীয় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে সামছুল ফার্নিসারের দোকানে থাকা আসবাবপত্র ভাঙচুরসহ লুটপাট করা হয়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন সিরাজীকে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?