পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল ওহাবকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে মথুরাপুর গ্রামের পার্শ্ববর্তী গাজনার বিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চারদিন আগে (২রা ফেব্রুয়ারী) পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকর্মী ও কয়েকশ গ্রামবাসী জয় বাংলা স্লোগান দিয়ে আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়। এ ঘটনার পর পুলিশ বিভিন্ন সময়ে ১২ জনকে হেফাজতে নিয়েছে।
বুধবার সকালে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওহাবকে গ্রেফতার করে। তবে এলাকাবাসীর দাবি, তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং পৌর মেয়র। তিনি গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গাজনার বিলে একটি বাড়িতে লুকিয়ে ছিলেন ওহাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে ওহাবকে গ্রেফতার করে পুলিশ। পরে আওয়ামী লীগ নেতাকর্মী ও কয়েকশ গ্রামবাসী তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়, যার ফলে পুলিশের ৮ জন সদস্য আহত হয়। ঘটনার পরদিন ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই থেকে তিনশত জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। আপনি কী মনে করেন?