ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ে প্রায় ৮ ঘণ্টা চিকিৎসা দেওয়া হয়। পরে গতকাল বিকাল ৩টা ৪৫ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে যাত্রা করেন তিনি।
সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন গণমাধ্যমকে জানান, দুবাই হাসপাতালে জরুরি বিভাগে প্রায় ৮ ঘণ্টা চিকিৎসা নেন লুৎফুজ্জামান বাবর। সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। শুক্রবার দুপুরে তিনি সুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে যাওয়ার অনুমিত দেওয়া হয়। পরে বিকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেন। সৌদি আরবের স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটে জেদ্দা পৌঁছান।
জেদ্দা বিমানবন্দরে পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। এর আগে বৃহস্পতিবার সপরিবারে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সে হঠাৎ তার প্রচ- শ্বাসকষ্ট হয়।
পরে দুবাইয়ে বিমান অবতরণের পর বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে তাকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। স্থানীয় সময় রাত ৩টায় তাকে দুবাই হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
দেড় যুগ কারাভোগ ও দু দুবার অসুস্থ থেকে সুস্থ হওয়ার পর বাবর ছুতে যান মসজিদ এ নবাবি এবং নবীজীর রওয়াজায়। মদিনা মক্কায় ওমরাহ পালনের পর ,তিনি ট্রিট্মেন্ট করতে সিংগাপুর যাবেন সঙ্গে আছেন তার পুরো পরিবার।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?