বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রয়োজনীয় সংস্কার করেই দেশে ভোট করার আহ্বান জানাই। ক্ষুধা, বেকার, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরি করতে হবে। বিগত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহারে মানুষ হত্যার বিচারের আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। যারা লুণ্ঠনকারী তাদের ক্ষমতায় আনা যাবে না। জামায়াত একটি মানবিক, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চায়। সে জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই। তাই আগামী দিনে দুর্নীতিবাজরা আবারও ক্ষমতায় যেন না আসতে পারে, সে জন্য সজাগ থাকার আহ্বান জানাই।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মো. রফিকুল ইসলাম খাঁন।
তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনা ছেচরা চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা মানুষের ভোটার অধিকার নষ্ট করেছে কোটি কোটি টাকা পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতে হবে।’
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?