বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ও বিএনপির অন্যতম নেতা আলতাফ হোসেন চৌধুরী সম্প্রতি ভারত সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন।
এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। কিন্তু মোদি সরকারের নীতির সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। কারণ, মোদি সরকার আসলে পরিচালিত হচ্ছে শিব সেনার মতো উগ্রপন্থীদের দ্বারা।”
তিনি আরও অভিযোগ করেন, “তারা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলকে কেটে হিন্দু রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, দক্ষিণের যশোর, পটুয়াখালী, খুলনা এবং বরিশাল অঞ্চলকেও পৃথক করে ‘স্বাধীন বঙ্গভূমি’ নামক একটি নতুন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে।”
এই বক্তব্যে তিনি মোদি সরকারের রাজনৈতিক পরিকল্পনা ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তবে এই মন্তব্য রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভারতের বর্তমান সরকার এবং তাদের নীতির দিকে আঙুল তোলার পাশাপাশি আলতাফ চৌধুরীর মন্তব্য বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে।