আগামী ছয় মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ভোলা সরকারি স্কুল মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর ভোলা জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুহাম্মদ জাকির হোসাইন।
এসময় কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আগামী সংসদ নির্বাচনের কথা তুলে ধরে আরও বলেন, সরকারের প্রতিটি বিভাগ দুর্নীতিগ্রস্ত। এত অল্প সময় সংস্কার করা সম্ভব নয়। নির্বাচিত জনগণের সরকার যখন ক্ষমতায় আসবে তখন তারা এই সংস্কার করবে।
তবে নির্বাচনের সাথে জড়িত পুলিশ, ইলেকট্রোলার সিস্টেম, জুডিশিয়ারি, সিভিল প্রশাসনসহ ছয় থেকে সাতটা প্রতিষ্ঠানের সংস্কার না করে কখনোই কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না।
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অন্য রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, কেউ কেউ অস্থির হয়ে গিয়ে বলছে সংস্কার দরকার নাই, সংস্কার হলো কন্ট্রিনিউয়াস প্রসেস। সংস্কার আর নির্বাচন একসাথে হবে। এই কথার মধ্যেও আমরা অন্য গন্ধ পাই।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষ করুন। আমরা মনে করি আগামী ছয় মাসের মধ্যে সংস্কার কমিশনের সংস্কারের প্রস্তাবগুলো বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করে সংস্কারের কাজ শেষ করতে পারবেন। আগামী ছয় মাসের মধ্যে আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
সকাল ৮টা থেকে কর্মী সম্মেলনকে কেন্দ্র করে জেলার প্রতিটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলন স্থলে উপস্থিত হন। প্রায় ১৮ বছর পর ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হচ্ছে। তাই সম্মেলনকে ঘিরে ছিলে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনিও মনে করেন?