দীর্ঘ ১৮ বছরের কারাবাস শেষে মুক্তি পেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপির অন্যতম আলোচিত নেতা লুৎফুজ্জামান বাবর শুক্রবার গুলশান আজাদ মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তাকে দেখতে আসা দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাবর বর্তমানে গুলশানে নিজ বাসভবনে অবস্থান করছেন। তার এই মুক্তি এবং প্রথমবারের মতো প্রকাশ্যে আসা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?