বাংলাদেশ জামায়াতে আমীর ডা. মো. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছরে ২৬ লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে পাচার করেছে।
এই সব টাকা জাল ফেলে তন্নতন্ন করে খুঁজে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।
এটা জনগনের হক। তারা জনগনের হক মেরে চুরি করে বিদেশে পাঠিয়েছিল। এই টাকা সমন্বিতভাবে জনগনের কল্যাণে ব্যয় করা হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় মাগুরা নোমানী ময়দানে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর আরও বলেন, শিক্ষার্থীরা যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপাড়া শেষে ফিরবে তখন তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। আমরা এমন একটি দেশ চাই যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকবে। আমরা সীমাহীন অন্যায্য স্বাধীনতায় বিশ্বাসী নই।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?