সাংবাদিক গোলাম মোর্তোজা বলেন, “আমি শেখ পরিবারের সদস্যদের মধ্যে একজন ভালো মানুষের নাম স্মরণ করার চেষ্টা করেছি, কিন্তু একজনও পাইনি।
শেখ পরিবারে প্রায় প্রতিটি সদস্যকেই আমি চিনি, জানি, যদিও সবার সঙ্গে হৃদ্যতা নেই, কিন্তু তাদের মধ্যে কোনো একজনকেও সৎ ব্যক্তি, ভালো নেতা কিংবা ভালো মানুষ হিসেবে আমি চিনি না।
তিনি বলেন, “আবরার হত্যা ঘটনার সময় ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়। কিন্তু পরে যখন ছাত্রলীগকে আবার রাজনীতি করার অনুমতি দেয়া হয়, তখন আমি তখনকার উপাচার্যের একটি সাক্ষাৎকার নিই। ছাত্রলীগের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ছাত্রলীগ তো শুধু খারাপ নয়, তাদের অনেক ভালো কাজও রয়েছে।'”
“এরপর আমি তাকে প্রশ্ন করি, ‘কোনো দুটি ভালো কাজের উদাহরণ দিতে পারেন?’ কিন্তু তিনি তখন আর কিছু বলতে পারেননি।”
শেখ হাসিনা সম্পর্কে গোলাম মোর্তজা বলেন, “শেখ হাসিনা কি ধরনের নেতা, তার বিষয়ে এখন আর নতুন করে কিছু বলার প্রয়োজন মনে করি না।”
শেখ সেলিমের কথাও বলা যেতে পারে, “তিনি বারবার আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, কিন্তু তার দ্বারা কোনো ভালো কাজের উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। তিনি শুধু তদবির করতে পারেন এবং পুলিশকে পরিচালনা করতেন।
তিনি আরও বলেন, “শেখ রেহানার ছোট মেয়ে রুপন্তী সিদ্দিক, আওয়ামী লীগের কোনো এক নেতার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন বলে শোনা যাচ্ছে।
সেই ফ্ল্যাটেই নাকি টিউলিপ সিদ্দিক থাকতেন।
এছাড়া ভারত ও লন্ডনের গণমাধ্যমে অভিযোগ উঠেছে যে, রুপন্তী ও তার ভাই ববি অনলাইনে গুজব ছড়ানোর মেকানিজমের সঙ্গে জড়িত।”
শেষে, গোলাম মোর্তজা বলেন, “বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তাঁর অন্যতম উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তদন্ত করে ৩০ কোটি ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংকে স্থানান্তরের প্রমাণ পেয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। তাঁর এই বক্তব্যে আপনার সমর্থন আছে কি?