অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের ভূমিকা খুবই কনফিউজিং। আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওনারা একটা কিছু করতে চাচ্ছেন কিন্তু কিছু করতে পারছেন না। যেটা করছেন সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। যেমন আমাদেরকে বাদ দিয়েছেন, আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, কোনও কারণ বুঝতে পারছি না। আইবি টিভি ইউএসএ- তে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, ‘ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, ব্যক্তিগতভাবে ভালো এবং ওনাদের সম্পর্কে আমরা জানি আমাদের সম্পর্কে ওনারা জানেন। অনেকেই স্বীকার করেন যে আমরা ভালো কাজ করছি, এখনও আমরা সরকারের সঙ্গে ভালো কাজ করতে চাই। কিন্তু আবার দেখি আমাদেরকে দোসর বলা হচ্ছে এবং আমাদের বিষয়ে সবকিছু ব্লক করে দেওয়া হচ্ছে। তখন মনে হচ্ছে সরকার আসলে কে চালাচ্ছেন, সরকারের পাওয়ার সেন্টারটা কোথায়? আমি কয়েকবার বলেছি যে একটা অদৃশ্য শক্তিও তাদের কাজ থেকে বিরত রাখছেন। ওনারা ভালো কাজ করতে গিয়ে পারছেন না। কিন্তু তারা প্রতিবাদও করছেন না। এটি আমার কাছে একটু খারাপ লাগে।
অদৃশ্য শক্তির বিষয়ে তিনি বলেন, ‘যারা আমাদেরকে দোসর বলছেন এবং বলার পরে সেটা কার্যকর হচ্ছে অফিসিয়ালি। উনারা যদিও অনেক সময় বলেন যে প্রাইভেটলি এটা ঠিক হচ্ছে না। কাজেই উদ্দেশ্য বুঝতে পারছি আমরা। যাদের সরকারের কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি ইন্স্যুরেন্স দেখা যাচ্ছে, যাদের কথায় দেশভাগ হচ্ছে, যাদের কথায় বিভিন্নভাবে একজনকে ভাগ করা হচ্ছে বৈষম্য, ফ্যাসিবাদ, দোসর হিসেবে। এটা তো আমি স্পেসিফিক্যালি কাউকে বলতে পারব না।
সংস্কারের বিষয়ে জিএম কাদের বলেন, বাস্তব অভিজ্ঞতা থেকে আমি একটা সংস্কার তৈরি করেছিলাম। এটা জমা দিতে গিয়ে দেখলাম তারা জমা নিচ্ছেন না। পরে তাদের একজন কর্মচারী জমা নিলেন কিন্তু ছবি তুললেন না। তখন আমরা বুঝতে পাড়লাম আমাদেরকে ব্লাক লিস্ট করা হয়েছে। যদিও আমরা কিন্তু উনাদের সহযোগিতা করতে গিয়েছিলাম। আমি মনে করি, আমাদের যতটুকু জ্ঞান বুদ্ধি বা এক্সপিরিয়েন্স আছে তাতে আমরা অন্যদের চেয়ে বেশি করতে পারতাম।
সূত্র: আইবি টিভি ইউএসএ