মজিবুর রহমান মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠান সূচনায় ছিলো বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বালুর মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি পৌর শহরের সদর রোড,ফার্মেসি রোড এবং শহীদ মোস্তফা খেলার মাঠসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।উক্ত র্যালিতে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও ১১ ইউনিয়ন থেকে প্রায় দুই সহস্রাধিক ছাত্রদল কর্মী অংশ নেয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক কেএম হুমায়ুন কবির,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ উদ্দিন প্রমুখ।
মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হোসেন খোকন মল্লিক বলেন,দীর্ঘ ১৭ বছর পর মুক্ত পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ পেয়েছি। আমরা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মরণ করছি। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছি।”
ছাত্রদলের নেতারা আরও বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি এই তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। আজ সংগঠনটি দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে।
উল্লেখ্য,মঠবাড়িয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের এ বিশাল আয়োজনে স্থানীয় রাজনীতিতে নতুন গতি ও শক্তি সঞ্চারিত হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে রাতে বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় শহীদ মিনার চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।