জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষায় প্রথমে নজর দেয়া হবে। দিনাজপুর সার্কিট হাউজে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বলেছেন, আগামীতে জামায়াতকে মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা বসার সুযোগ দিলে এ দেশের শিক্ষায় প্রভূত উন্নতি সাধন করা হবে।
মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে দিনাজপুর সার্কিট হাউজে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি ড. এনামুল হকসহ প্রায় ১৫০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এ মতবিনিময় সভায় জামায়াতের আমির উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে, রাত ৯টা ৩৫ মিনিটে ডা. শফিকুর রহমান সৈয়দপুর থেকে সড়কপথে দিনাজপুর সার্কিট আগমন করেন। রাতে দিনাজপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করেন তিনি।