জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী, ডাকাতের বেশে নতুন ডাকাতরা ৫ আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল। তারা পালিয়ে এসেছে। জামায়াতে ইসলামী ব্যাংক দখল করেনি, বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা স্বাধীনতার ঠিকাদার সেজে চেতনার নামে জাতিকে ঘুম পাড়িয়ে রেখে সব লুটেপুটে নিজেদের হৃষ্টপুষ্ট করেছে। কিন্তু আওয়ামী লীগের চেতনাবাজি নতুন প্রজন্মের কাছে ধরা পড়ায় শুধু পতনই হয়নি, দেশ থেকে বিতাড়িত হয়েছে।
তিনি বলেন, দেশকে আমরা একটি সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা এমন একটা দেশ গড়তে চাই, যে দেশে কোনও বৈষম্য থাকবে না। কোনও চাঁদাবাজ, দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ থাকবে না। সব ধর্মবর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। এর মাধ্যমে একটি কল্যাণমুখী দেশ হবে।
উপজেলা ও শহর জামায়াত আয়োজিত পথসভায় উপজেলার আমির হাফেজ আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাজহারুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, নীলফামারী জেলা আমির আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু প্রমুখ।