বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনো আপস করব না। শনিবার(২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সমাবেশে তিনি এ কথা বলেন। ভারতের উদ্দেশে মন্তব্য করে তিনি বলেন, “হাসিনার পতন তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? একটার পর একটা সমস্যা তৈরি করে অস্থিরতা সৃষ্টি করছ। পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িও ঝুঁকিতে পড়ে। তাই বুঝে-শুনে কাজ কর।
মির্জা আব্বাস আরও বলেন, শেখ হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছেন। যেখানে অন্য কোনো দেশ তাকে আশ্রয় দিতে রাজি ছিল না, সেখানে ভারত তাকে জায়গা দিয়েছে। এখন তিনি সেখান থেকে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন।
ভারতীয় মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, “শাপলা চত্বরের ঘটনা নিয়ে তারা কোনো প্রতিবাদ করেনি, অথচ এখন বাংলাদেশের বিরুদ্ধাচারণ করছে। তারা এ দেশকে নিজেদের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমি আওয়ামী শাসনামলে ১২ বার গ্রেপ্তার হয়েছি। এখনো আমার নামে ১০৮টি মামলা রয়েছে। এ ধরনের মামলা হেফাজত, জামায়াতসহ সব ইসলামিক দলের বিরুদ্ধে রয়েছে। আওয়ামী লীগের বিদায়ে এ ধরনের ভয়াবহ সময়ের অবসান ঘটেছে। তিনি আরও বলেন, “অনেক দিন পর আমি ‘নারায়ে তাকবির’ স্লোগান শুনলাম। এই স্লোগান তো বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে গিয়েছিল।