৫ আগষ্টে আমার ও আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই আছে এটা স্বীকার করতেই হবে। বিগত সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন।
সাক্ষাৎকারে জুলাই আন্দোলনের ব্যার্থতা নিয়ে তাঁকে বিভিন্ন প্রশ্ন করা হয়। আন্দোলন চলাকালীন সময়ে আপনি সহ আরো দু একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা কেন ব্যর্থ হলেন?
এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৫ আগষ্টের যে ঘটনা ঘটেছে সেখানে আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই আছে।এটা স্বীকার করতেই হবে এ ব্যাপারে কোন সন্দেহ নাই। এখানে আমার ও ব্যর্থতা আছে। আমাদের নিয়ত কখনো খরাপ ছিল না। আমি সহ আরো কয়েকজন প্রভাব বিস্তার করেছি এটি ঠিক নয়। মাননীয় প্রধানমন্ত্রীকে যারা চিনেন তারা জানেন ওনার নেতৃত্বকে ম্যানুপুলেট করা এতো সহজ না।
তবে সামগ্রিকভাবে ব্যর্থতা আমাদের ছিলই যার কারনে রাজনৈতিক ভাবে আমরা একটা কঠিন অবস্থানে পরে গেছি। যে ষড়যন্ত্র হয়েছে সে ব্যাপারে কোন সন্দেহ নাই,বড় আকারে দেশি বিদেশে ষড়যন্ত্র করা হয়েছে। আর এ ষড়যন্ত্রে পড়ে যাওয়ার জন্য আমাদের কিছু ভুল সিদ্ধান্ত রয়েছে।
মানুষদের মন আমাদের ব্যাপারে বিষিয়ে দেওয়ার জন্য যে ভাবে হত্যাকান্ডগুলো করানো হয়েছে এগুলো বুঝার ক্ষেত্রেও আমাদের ভুল হয়েছ ’।