নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ তানসেন আবেদীন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কৃষক, শ্রমিক, ও মেহনতি মানুষের অর্জিত সম্পদ চুরি করে বিদেশে পাচার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকায় নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শ্রমজীবী মানুষের কল্যাণে কোনো কাজ করেনি বর্তমান সরকার। বরং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে বাধা দিয়েছে, গুলি চালিয়েছে। আজ জনগণের মধ্যে নতুন আশা ও স্বপ্নের জন্ম হয়েছে। স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে গেছে। এখন দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষেরই ভূমিকা সবচেয়ে বেশি হবে।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ রব। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মটর মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফসহ আরও অনেকে।
সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে মো. গোলাম হোসেনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এ কমিটি তিন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের আয়োজন করবে।