গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পালানোর পরও তিনি ও তার ঘনিষ্ঠরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাতে বিদেশে বসেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, জনগণের টাকা লুটপাট ও বিদেশে পাচারের দায়ে অভিযুক্ত এস আলম শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ অর্থ ব্যয় হবে আন্তর্জাতিক লবি কার্যক্রম, দেশজুড়ে নাশকতা সৃষ্টি, প্রশাসন ও পুলিশের প্রভাবশালী মহলকে কেনা এবং দলীয় ক্যাডারদের মাধ্যমে আন্দোলন সংগঠনের কাজে।
সূত্র জানায়, হাসিনার নির্দেশে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরায় চার শতাধিক ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মক্কা ও দুবাই ঘুরে দিল্লি পৌঁছে এস আলম সরাসরি হাসিনার বাসভবনে যান। সেখানে ৮ আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠকে অংশ নেন। বৈঠকে ভারতের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানা যায়।
এ বৈঠকে সিদ্ধান্ত হয়, ৪৫০০ কোটি টাকা ব্যবহার করে নভেম্বর-ডিসেম্বরে দেশে ব্যাপক অস্থিরতা তৈরি করা হবে। একই সঙ্গে আমলা, পুলিশ, আদালত ও রাজনৈতিক প্রভাবশালীদের কেনার পরিকল্পনা নেয়া হয়। এ অর্থের ব্যবস্থাপনা ও বাস্তবায়নে দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নওফেলকে।
বিশ্লেষকরা বলছেন, বিদেশে পালিয়ে থেকেও শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। আর এই ষড়যন্ত্র সফল হলে আবারও গণতন্ত্র ও জনগণের অধিকার হুমকির মুখে পড়বে।