মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে আমার পড়াশুনা বৃথা যাবে: ড. সলিমুল্লাহ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৩

আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে আমার পড়াশুনা বৃথা যাবে: ড. সলিমুল্লাহ

বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক ড. সলিমুল্লাহ সম্প্রতি একটি লাইভ টকশোতে আওয়ামী লীগের নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে কড়া মন্তব্য করেছেন।

একটি সরাসরি সম্প্রচারিত লাইভ অনুষ্ঠানে খালেদ মহিউদ্দিনের সঙ্গে আলোচনায় ড. সলিমুল্লাহ একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “আওয়ামী লীগ যদি কোনোদিন ঘুরে দাঁড়াতে পারে, তবে আমার পড়াশুনা বৃথা যাবে।

জুলাই বিপ্লবের পরে শেখ হাসিনা পালিয়ে যান। তিনি আরও দাবি করেন যে আওয়ামী লীগের নেতৃত্ব কখনোই দেশের মানুষের প্রকৃত কল্যাণে আগ্রহী ছিল না এবং তাদের কর্মকাণ্ডে প্রতিশোধপরায়ণতার প্রমাণ পাওয়া যায়।

ড. সলিমুল্লাহ উল্লেখ করেন, শেখ হাসিনা তার মতে একটি প্রতিশোধপরায়ণ নীতি অনুসরণ করছেন, যা জনগণের জন্য ক্ষতিকর।

এ সম্পর্কিত আরো খবর