ফকরুল আকন, ঢাকা
আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুম্মার নামাজ শেষে হেফাজত ইসলাম বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। সমাবেশে বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বক্তারা ইসকনকে একটি “উগ্র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী” হিসেবে অভিহিত করেন এবং তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, “ইসকনের বিরুদ্ধে কথা বলা মানে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা নয়।” বক্তারা বলেন, “ইসকন ও হিন্দু সম্প্রদায় সম্পূর্ণ আলাদা।”
বিক্ষোভকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন এবং পুরো এলাকাকে কঠোর নিরাপত্তা চাদরে আচ্ছাদিত করা হয়।
জুম্মার নামাজ শেষে, বেলা আনুমানিক ১টা ৪৫ মিনিটে হেফাজত ইসলামের নেতাকর্মীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ শুরু করেন। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা ইসকনের বিরুদ্ধে স্লোগান দেন এবং সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।