ফরিদ মিয়া (নান্দাইল প্রতিনিধি):
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজন, ১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফয়েজ উদ্দিন, সমাজসেবা অফিসার ইনছান আলী,যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা রাজিব হাসান,নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজী, সাংবাদিক সারোয়ার হাসান রাজীব,মাওলানা হাবিবুর রহমান হাবিব, বিল্লাল হোসেন, ফয়সাল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিক শাহরিয়ার ঝন্টু,নান্দাইল উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন, বিএনপির নেতা রফিকুজ্জামান রিপন, ইসলামী আন্দোলনের নেতা আব্দুল আহাদ,গণ অধিকার পরিষদের নেতা রাব্বানী সহ প্রমুখ।
এ সময় উক্ত প্রস্তুতিমূলক সভায় নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বিভিন্ন উপকমিটি গুলো সর্বসম্মতিক্রমে সংস্কার করেন।এবং কমিটির সকলকেই সঠিক সময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান প্রাণবান্ধব করার আহ্বান জানান।
এসময় উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।