মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি):
বুধবার(২৭ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার জুলাই- আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে এক স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কিষোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেদুয়ানুল হালিম।
এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা মৎস অফিসার সঞ্জয় কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন, আহত ছাত্র প্রতিনিধি শ্রাবণ সরকার, আরিফুল ইসলাম প্রমুখ। পরে গণ-অভ্যুত্থানে আহত ৪ জনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান সহয়তা দেয়া হয়।