ইমাম হোসেন- (ঢাকা প্রতিনিধি):
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। শুনানি আগামী ২৫ নভেম্বর চেম্বার বিচারপতির আদালতে অনুষ্ঠিত হবে।
হাইকোর্টের আদেশ অনুযায়ী, তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে বলা হয়েছে এবং একই সঙ্গে এই বিষয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা বেআইনি ঘোষণা করার জন্য রুল জারি করা হয়েছে।
জানা গেছে, রাজধানী ঢাকায় প্রায় ৮ লাখ ব্যাটারিচালিত রিকশা অবৈধভাবে চলাচল করছে, যদিও প্রধান সড়কে তাদের চলাচলের অনুমতি নেই। গত দুমাসে পুলিশ লক্ষাধিক এই রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। সড়ক ও পরিবহন মন্ত্রণালয় এর আগে ১৫ মে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণা দিলেও নানা প্রতিবাদের কারণে তা কার্যকর হয়নি।
সাম্প্রতিক সময়ে রিকশার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সড়কের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। পুলিশ সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উল্লেখযোগ্য পরিমাণে রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। আবেদন ও আইনগত প্রক্রিয়ার বিষয়ে আগামী শুনানির পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

বাংলাদেশের পুলিশ, র্যাব ও আনসারের ড্রেস নিয়ে আপনার মতামত কী?