রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৪ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

জাতীয়

মামলা না নিলে ওসিকে ১ মিনিটে সাসপেন্ড -কমিশনার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৫ নভেম্বর ২০২৪, ১৩:৫৮

মামলা না নিলে ওসিকে ১ মিনিটে সাসপেন্ড -কমিশনার

মামলা হওয়ার মতো ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মামলা না নিলে এবং সে বিষয়ে ওসির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পেলে তৎক্ষণাৎ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সভাকক্ষে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক, গ্যারেজ মালিক, শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক চলাকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব। কোনো ঘটনা ঘটলে পুলিশ মামলা নেবে না, তা মানবো না।’

বৈঠকে একজন রিকশাচালক দাবি করে বলেন, তাঁকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। আমি বলে দিয়েছি- মাসে ৫০০ মামলা হবে। কোনো ঘটনা ঘটলে মামলা নেবে না, তা হবে না।’

চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।’

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, ‘রিকশাচালকেরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।’

এর আগে বেলা ১১টার দিকে দুটি রিকশাচালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রিকশাচালকেরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

এ সম্পর্কিত আরো খবর

আমতলীতে শিশুদের টিকার সংকট

আমতলীতে শিশুদের টিকার সংকট

১৩ জানুয়ারী ২০২৫