দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে রাত ১০টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে বিমানটি।
যুক্তরাজ্যে পৌঁছানোর পর তাঁকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
লন্ডনে যাওয়ার আগের দিনই সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি খালেদা জিয়ার সঙ্গে সাম্প্রতিক ব্যক্তিগত সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি জানান, নভেম্বরে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্তের সময় তিনি বেগম জিয়ার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেখানে খালেদা জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করেন।
পোস্টে সবচেয়ে আলোচিত অংশটি আসে যখন আসিফ নজরুল খালেদা জিয়ার কাছে প্রশ্ন রাখেন—“এতো নির্যাতন সহ্য করলেন, শেখ হাসিনার ওপর রাগ লাগে না?” কিছুক্ষণ নীরব থাকার পর খালেদা জিয়ার উত্তর ছিল, “রাগ করে কী করবো বলেন! আল্লাহর কাছে বলি।”
এই জবাব শুনে আসিফ নজরুল বিস্ময় প্রকাশ করেন। তাঁর ভাষায়, “পনেরো বছর ধরে শেখ হাসিনা যে জঘন্য মিথ্যাচার, দমন-পীড়ন ও অমানবিক আচরণ করেছেন বেগম জিয়ার পরিবার ও নেতাকর্মীদের ওপর, তা সত্ত্বেও তাঁর মুখে শেখ হাসিনা সম্পর্কে একটি খারাপ শব্দও শুনলাম না।”
এদিকে দলীয় সূত্র জানিয়েছে, লন্ডনে চিকিৎসার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আনা অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পরই যাত্রা নিশ্চিত হবে।
দেশের রাজনৈতিক অঙ্গনে বেগম জিয়ার সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ ও প্রত্যাশার মধ্যে তাঁর লন্ডন যাত্রা হচ্ছে। আসিফ নজরুলও পোস্টের শেষে দোয়া করে লিখেছেন—“আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন সুস্থ হয়ে ফিরে এসে গণতন্ত্র ও অগ্রগতির লড়াইয়ে আবারও ভূমিকা রাখতে পারেন।”