রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকদের সম্মান রক্ষার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
রোববার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, “যারা এখন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন তারা কিন্তু দায়িত্ব চেয়ে নেননি। আমরা হাতে-পায়ে ধরে তাদের দায়িত্ব দিয়েছি। অথচ এখন তাদের অসম্মান করা হচ্ছে – এটা কোনোভাবেই কাম্য নয়।”
ড. আবরার আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি মেধার বিকাশ ও শিক্ষা অর্জনের জন্য। এখানে নিজেদের মধ্যে দলাদলি করলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যর্থ হয়ে যাবে। শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে যাতে তাদের কার্যক্রম শিক্ষার পরিবেশ নষ্ট না করে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা এমন কিছু করবে না যাতে শিক্ষকদের মর্যাদাহানি হয়। নিজেদের দাবি-দাওয়া আলোচনা ও আলাপের মাধ্যমে আদায় করো। শিক্ষকদের সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ধৈর্যশীল ও সহনশীল হতে হবে।”
প্রসঙ্গত, তিনি শিক্ষাপ্রশাসনের অতীত সমস্যার কথাও তুলে ধরে বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের বদলে ভোটার নিয়োগ হয়েছে। প্রক্টররা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার বদলে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করতেন। শিক্ষক হিসেবে কত নিচে নেমেছি আমরা – এটা তার প্রমাণ।”
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “অপরাজনীতি বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছে। শিক্ষক নিয়োগেও নানা বাধা আছে। সবাইকে ঠিক করতে হবে যে তারা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখবেন না ক্ষুদ্র দলীয় স্বার্থ।”
এসময় অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।