২০২৪ সালের জুলাই-আগস্টে যখন সারা দেশে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন তীব্র রূপ নেয়, তখন রাজপথে নামে লাখো শিক্ষার্থী, শ্রমিক, চাকরিপ্রত্যাশী ও অভিভাবক। একদিকে ছিল মেধাভিত্তিক নিয়োগের দাবি, অন্যদিকে রাষ্ট্রের পক্ষে ছিল অস্ত্রধারী পুলিশ।
বেশিরভাগ জায়গায় পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি, লাঠিচার্জ ও দমননীতি চালায়। শহীদ হন বহু তরুণ, আহত হন হাজারো।
তবে সেই দমবন্ধ করা সময়ে কিছু ব্যতিক্রমও ঘটেছে। বিশেষ করে পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হিসেবে দায়িত্বে থাকা মো. মাসুদ আলম শিক্ষার্থীদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেন। তার একটি ভিডিও ক্লিপ তখনকার আন্দোলনের স্মৃতিকে আরও আলোড়িত করে তুলেছে, যা সম্প্রতি ‘দ্য রেড জুলাই’ নামের একটি ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মাসুদ আলমকে আন্দোলনকারীদের উদ্দেশে বলতে শোনা যায়, “যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে, তাহলে আমি আছি। আমার উপর দিয়ে যাইতে হবে। আগে আমাকে মারতে হবে, তারপর যাইতে হবে।” এই মানবিক ও সাহসী বার্তা দ্রুত ভাইরাল হয়।
অনেকে ফেসবুকে মন্তব্য করে মাসুদ আলমের সাহসিকতার প্রশংসা করেছেন। ‘দ্য রেড জুলাই’-এর একটি পোস্টে স্থানীয় এক শিক্ষার্থী লেখেন, “মাসুদ ভাই সেদিন সাহসী ভূমিকা না নিলে হয়তো শহীদের তালিকা আরও দীর্ঘ হতো।”
আন্দোলনের সেই উত্তপ্ত দিনে তার এমন ভূমিকা পাবনার পরিস্থিতি শান্ত রাখতে সহায়ক হয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এখন মাসুদ আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন দায়িত্বে সফলভাবে কাজ করেছেন।
তার মানবিক ভূমিকা ও জনমুখী আচরণকে বাংলাদেশের অনেকেই পুলিশের জন্য একটি উদাহরণ হিসেবে দেখছেন।