রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চানমিয়া হাউজিং এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত দুটি সিমবক্স কারখানা থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম ও ৩৯৬টি সিমকার্ডসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-২ এবং বিটিআরসি। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ মজিবুল হক রুবেল (২৭) ও মোঃ আরাফাত শেখ (২৭)।
১৭ জুন ২০২৫, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ ও বিটিআরসি জানতে পারে, অনুমোদনহীন টেলিযোগাযোগ যন্ত্রপাতি ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছে এবং সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিচ্ছে।
অভিযানে দেখা যায়, ভাড়াটিয়া পরিচয়ে বসবাসরত মজিবুল হক রুবেলের বাসায় অবৈধ ভিওআইপি কারখানা গড়ে তোলা হয়েছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রুবেল ও তার সহযোগী আরাফাতকে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রুবেল ভিওআইপি সরঞ্জামের অবস্থান স্বীকার করলে তার কক্ষ তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে উদ্ধার করা হয়—৫টি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট ডিভাইস, ২টি ল্যাপটপ (HP ও Dell), মোট ৩৯৬টি সিমকার্ড (গ্রামীণফোন ৩৮, রবি ১৬৮, এয়ারটেল ১১৩, বাংলালিংক ৬৫, টেলিটক ১২), নগদ ৭১,১৭০ টাকা এবং ১০টি মোবাইল ফোন।
র্যাব জানায়, আসামিরা কোনো বৈধ লাইসেন্স ছাড়া ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিল, যা টেলিযোগাযোগ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এই চক্রটি প্রতিদিন বিপুল পরিমাণ আন্তর্জাতিক কল পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।
আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-২।