শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করে প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় বিএনপি নেতা ইশরাক হোসেন ‘ক্রিমিনাল অফেন্স’ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১৭ জুন (মঙ্গলবার) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন ইশরাক। নগর ভবনের মিলনায়তন ও অফিস কার্যত দখল করে তিনি বৈঠকে অংশ নিচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি।”
আসিফ মাহমুদ জানান, ইশরাক হোসেন এখনো আনুষ্ঠানিকভাবে শপথ নেননি। এই অবস্থায় তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সাংবিধানিক বা আইনি বৈধতা নেই। তিনি হুঁশিয়ার করে বলেন, “এই অবস্থায় নাগরিক সেবাদান ব্যাহত হলে সরকার বাধ্য হবে কঠোর পদক্ষেপ নিতে।”
বিষয়টি সরকার এখনো আইনি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করছে বলেও জানান উপদেষ্টা আসিফ।
এদিকে গত দুই দিন ধরে নগর ভবনের বিভিন্ন সভায় ‘মাননীয় মেয়র’ হিসেবে অংশ নিচ্ছেন ইশরাক হোসেন। এসব সভা সিটি করপোরেশনের ভেতরের মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।
আইন বিশেষজ্ঞ ও সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বলেন, “শপথ ছাড়াই মেয়রের দায়িত্ব পালনের প্রচেষ্টা অচলাবস্থা সৃষ্টি করবে। দ্রুত মন্ত্রণালয় ও ইশরাকের মধ্যে সমঝোতা হওয়া প্রয়োজন।”
অন্যদিকে, ইশরাকের সমর্থনে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মচারী ইউনিয়নের একটি অংশ। তারা অভিযোগ করেছেন, আদালতের রায় থাকা সত্ত্বেও ইশরাককে শপথ নিতে বাধা দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, যা তারা ‘স্বেচ্ছাচারিতা’ হিসেবে উল্লেখ করেছেন।
সার্বিক পরিস্থিতি এখন রাজনৈতিক ও আইনি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে।